Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জুলাই ২০২৫

পেট্রোবাংলার নিয়োগ সংক্রান্ত সতর্কীকরণ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি


প্রকাশন তারিখ : 2025-07-13

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সম্প্রতি একটি অসাধু চক্র কর্তৃক বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) এর প্রধান কার্যালয়ের নাম, ঠিকানা এবং ভুয়া স্মারক নম্বর ও স্বাক্ষর ব্যবহার করে সাদা কাগজে প্রতারণামূলকভাবে ভুয়া নিয়োগপত্র ইস্যু করে প্রতারিত করার চেষ্টার বিষয়টি পেট্রোবাংলা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

উল্লেখ্য, পেট্রোবাংলার সকল নিয়োগ সংক্রান্ত কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়ে থাকে। বর্তমানে পেট্রোবাংলা ও এর অধীনস্থ কোম্পানিসমূহের কেন্দ্রীয় নিয়োগে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত প্রক্রিয়া শেষে প্রার্থীদের অনুকূলে চূড়ান্ত নিয়োগপত্র জারী করা হলে তা পেট্রোবাংলার ওয়েবসাইটে (www.petrobangla.org.bd) বিজ্ঞপ্তি আকারে এবং প্রার্থীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে অবহিত করা হবে। প্রতারক চক্রের এ সকল ভুয়া নিয়োগপত্রে প্রলুব্ধ হয়ে কোন প্রকার আর্থিক লেনদেন না করার বিষয়ে সকলকে সতর্ক করা হলো। নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের প্রয়োজন হলে পেট্রোবাংলার ওয়েবসাইট বা প্রধান কার্যালয়ে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। প্রেস বিজ্ঞপ্তি।